• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন

রাজধানী যাত্রাবাড়ী থেকে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেপ্তার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ন / ৬৪
রাজধানী যাত্রাবাড়ী থেকে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেপ্তার

মোঃ রাসেল সরকার,ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্যকে আটক করেছে র‌্যাব। এর মধ্যে তিনজনকে যাত্রাবাড়ী থানার ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন, মো. সম্রাট (২০), মো. শান্ত (১৯), মো. সোহাগ (১৯)। বাকি ১১ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

বুধবার র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪ কিশোর-তরুণকে আটক করে। আটকরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর থানার বিভিন্ন এলাকায় পথচারীদের ঘিরে ধরে অস্ত্রের মুখে মানিব্যাগ, টাকা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপ ছিনতাই করে দ্রুত পালিয়ে যেত।

এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, চুরি-ছিনতাই ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি করে আসছিল। প্রায়ই তারা এলাকায় প্রভাব বিস্তার করতে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়-ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করতো। এতে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল।

অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।