• ঢাকা
  • বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

ভারতীয় মোড়কে ১১১ বস্তা দেশি ধানবীজ, দেড় লাখ টাকা জরিমানা


প্রকাশের সময় : মে ১০, ২০২৩, ১:২১ অপরাহ্ন / ৪০
ভারতীয় মোড়কে ১১১ বস্তা দেশি ধানবীজ, দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ভারতীয় মোড়কে রাখা ১১১ বস্তা ধান বীজ জব্দের ৭ দিন পর আনিছুর রহমান লেবু নামের এক বীজ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার বিকেলে জেলা বীজ ও প্রত্যয়ন এজেন্সি কর্মকর্তা আব্দুল মতিনের অভিযোগের ভিত্তিতে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারের মেসার্স আপন বীজ ভান্ডারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।

এর আগে, গত ১ মে রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব ধান বীজ জব্দ করেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুল হালিম। অভিযানের সময় মেসার্স আপন বীজ ভান্ডারের সত্ত্বাধিকারী অভিযুক্ত আনিসুর রহমান লেবু পালিয়ে যান। এদিন ধান বীজগুলো ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ও জেলা পরিষদ সদস্য কমলেশ চন্দ্র রায় ও রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদের হেফাজতে দেওয়া হয়।

পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ বলেন, দেশি ধান বীজ ভারতীয় মোড়কে প্যাকেটজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। জব্দ করা ধান বীজগুলোর বিষয়ে আজ (মঙ্গলবার) উপজেলা সার, বীজ মনিটরিং কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।