• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় কালো জামাইয়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ফর্সা ছেলের সাথে বিয়ে দেয়ার ভাবনায় মেয়ের গর্ভের সন্তান নষ্ট করলেন ‘মা’


প্রকাশের সময় : মে ৪, ২০২৪, ৩:৩০ অপরাহ্ন / ১৬
খুলনার পাইকগাছায় কালো জামাইয়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ফর্সা ছেলের সাথে বিয়ে দেয়ার ভাবনায় মেয়ের গর্ভের সন্তান নষ্ট করলেন ‘মা’

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ মেয়ের জামাই কালো বলে মেয়েকে ছাড়িয়ে নিয়ে ফর্সা ছেলের সাথে বিয়ে দেয়ার জন্য ৬ মাসের গর্ভের সন্তান মেরে ফেলার অভিযোগ আপন মায়ের বিরুদ্ধে মেয়ের।

জানা যায়, প্রায় তিন বছর আগে খুলনার পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের তাজমুলের সাথে সম্পর্ক করে বিয়ে হয় সাদিয়ার। সে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার রামনগর গ্রামের মৃত আব্দুর রহিম মোড়লের মেয়ে। বিয়ের পর ইতিমধ্যে মধ্যে সাদিয়া ৬ মাসের অন্তস্বস্তা। মা সালমা বেগম জামাই কালো বলে পছন্দ করেন না। এ কারণে তাকে তালাক দিয়ে ফর্সা ছেলে দেখে বিয়ে দেবে এমন চিন্তা ভাবনা নেয়। যার অংশ হিসেবে গত ২রা মে মেয়ের গর্ভের সন্তান নষ্ট করতে ওষুধ খাইয়ে দেন মা সালমা বেগম। শুক্রবার রাতে প্রচন্ড ব্যথার ষন্ত্রনা হলে তাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের মিডওয়াইফ শামীমা ও রোখসানা খাতুন মৃত্যু সন্তান প্রসাব করান।

সাদিয়া বলেন তার মা এ ঘটনা ঘটিয়েছে

মা সালমা বেগম পলাতক থাকায় তার মতামত নেয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় পাইকগাছা থানার ওসি (অপারেশন) রঞ্জন কুমার গাইন ও উপ- পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান হাসপাতালে যেয়ে রাতে রিপোর্ট সংগ্রহ করেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন, বিষয়টি আশাশুনি থানার রামনগরে সূত্রপাত বিধায় ঐ থানায় আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ আছে। তবে আমরা প্রতিবেদন দিয়ে সহযোগিতা করতে পারি।