• ঢাকা
  • বুধবার, ০৮ মে ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন

গোপালগঞ্জে পুলিশ সদস্যদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ


প্রকাশের সময় : জুলাই ৪, ২০২১, ৮:৫৫ অপরাহ্ন / ১৮০
গোপালগঞ্জে পুলিশ সদস্যদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে করোনা (কোভিড-১৯) সংক্রমণের বিস্তাররোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকরে সম্মুখ যোদ্ধা হিসেবে নিয়োজিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা।

এ লক্ষ্যে রোববার (৪ জুলাই) সকালে জেলা পুলিশ লাইনে কর্মরত সকল পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা (মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার) সামগ্রী বিতরণ করেন তিনি। এরপর সড়ক–মহাসড়কের বিভিন্ন চেকপোস্ট তদারকি শেষে পুলিশ সুপার গণমাধ্যমকে বলেন, মাস্ক পরার অভ্যাস করোনা মুক্ত বাংলাদেশ এ শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জবাসীকে আইনগত সুরক্ষা দিতে জেলা পুলিশ নিরলস ভাবে কাজ করে চলেছেন।

দেশজুড়ে করোনা (কোভিড-১৯) সংক্রমণের ২য় ঢেউ মোকাবেলায় জনগণকে নিরাপদে রাখতে সরকার ঘোষিত লকডাউন কার্যকরে বাংলাদেশ পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্যরাও ব্যাপক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। তাই আপনারা সকলে ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আমরা আপনাদের সকলের সার্বিক সহযোগিতা চাই।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম, ডিআইও-১ আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।