• ঢাকা
  • বুধবার, ০৮ মে ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জে করোনা মোকাবেলায় প্রচার-প্রচারণায় ব্যস্ত জেলা তথ্য অফিস


প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২২, ১১:৫৭ পূর্বাহ্ন / ৩৩৩
গোপালগঞ্জে করোনা মোকাবেলায় প্রচার-প্রচারণায় ব্যস্ত জেলা তথ্য অফিস

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে করোনা (কোভিড-১৯) মোকাবেলায় জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিস ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন হাট-বাজার, ইউনিয়ন পরিষদ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ যেখানে লোকসমাগম তুলনামূলক বেশি সেই সব স্থানেই এই প্রচার-প্রচারণা বেশি করে চালানো হচ্ছে।

আজ বুধবার বিকালে শহরের ব্যস্ততম বীণাপাণি স্কুলের মোড়ে জেলা তথ্য অফিসের গাড়ির আধুনিক মাইকে জনসচেতনতায় সতর্ক থাকতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা সম্বলিত তথ্য ধারাবাহিক ভাবে প্রচারিত হতে থাকে।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মো. নুরুল ইসলাম শেখের সাথে আমাদের প্রতিবেদককে বলেন, অতিমারি করোনার ভয়াল থাবা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী দেশেও করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর হার দ্রুত বেড়ে চলেছে। স্থবির হয়ে পড়েছে জনজীবন। তথ্য মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মো. মুঈনুল ইসলাম স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার সর্বস্তরের জনগণকে সচেতন করতে আমরা জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি, যা আগামীতেও অব্যাহত থাকবে। আমরা সকলে মাস্ক ব্যবহার করে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলবো। মহান আল্লাহ পাক আমাদের সহায় হোন।