• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

একুশে পদকে ভূষিত দৃ‌ষ্টি প্র‌তিবন্ধ‌ি সাইদুল হক চুন্নু


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৩, ৯:৫০ অপরাহ্ন / ৬০
একুশে পদকে ভূষিত  দৃ‌ষ্টি প্র‌তিবন্ধ‌ি সাইদুল হক চুন্নু

নিজস্ব প্রতিবেদকঃ একু‌শে পদক ২০২৩ পদ‌কে ভু‌ষিত হয়েছেন সাইদুল হক চুন্নু‌। তিনি সমাজ সেবা ক্যাটাগরিতে একু‌শে পদক ২০২৩ পদ‌কে ভু‌ষিত হন। ১৯৮৫/৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হয়ে সবচেয়ে বেশি বিস্ময় সৃষ্টি করেন তিনি। কারন শিশুবস্থায় সে তার দৃষ্টি হারিয়ে ফেলেন। বলতে গেলে একরকম তিনি ছিলেন জন্মান্ধ।

সকলের বিস্ময়ের কারণ হতে পারে একজন অন্ধ মানুষ লেখাপড়া কিভাবে করে তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত। তিনি মূলত ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করেন। সাইদুল হক চুন্নু‌ তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মু্হসিন হলের আবাসিক ছাত্র। ৮০ এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল যেন ছিলো এক আগ্নেয়গিরি।

এরশাদ বিরোধী আন্দোলন, সংগ্রাম, গোলাগুলি, বোমাবাজির মাঝ দিয়েই দুঃসহ কষ্টের জীবন ছিলো চুন্নুর। তার মধ্যেও অনার্স ফাইনাল পরীক্ষায় যারা সবচেয়ে ভাল রেজাল্ট করল তাদের মধ্যে চুন্নু ছিলো অন্যতম। পরবর্তীতে তিনি লেখাপড়া শেষ করে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে সুনাম কুড়িয়েছেন দেশ বিদেশে। এছাড়াও তিনি জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি ছিলেন। সাইদুল হক চুন্নু‌র প্রতিবন্ধী নিয়ে সারাদেশে কাজ করতে প্রতিষ্ঠা করেছেন বার্ডো (Berdo) নামে একটি সংস্থা যা দেশে দারুন কিছু কাজ করে সুনাম অর্জন করেছেন।

সাইদুল হক চুন্নু‌ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন মানুষ।
তিনি খুবই সাদামাটা। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা একজন ব্যক্তিত্ব। তিনি
সমাজ সেবা ক্যাটাগরিতে একু‌শে পদক ২০২৩ পদ‌কে ভু‌ষিত হয়েছেন। তবে দৃষ্টি প্রতিবন্ধীদের এত বড় সাফল্য লাভ যা ইতিহাসে বিরল ও স্বরনীয় হয়ে থাকবে।