• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে পরীক্ষা দিতে কেন্দ্রে এসেও পরীক্ষা দেওয়া হলো না মাহমুদুলের


প্রকাশের সময় : মে ১১, ২০২৩, ৪:৩৩ অপরাহ্ন / ১৯১
মুন্সীগঞ্জে পরীক্ষা দিতে কেন্দ্রে এসেও পরীক্ষা দেওয়া হলো না মাহমুদুলের

শাহনাজ বেগম, মুন্সিগঞ্জঃ পরীক্ষা দিতে কেন্দ্রে এসে মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার দারুছ্ছুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সকাল পৌনে দশটায় এ ঘটনা ঘটে। পঞ্চসার দারুছ্ছুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মাদ্রাসার শিক্ষার্থী টঙ্গিবাড়ী উপজেলার আপরকাঠি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাহমুদুল হাসান (১৮).।
জানা গেছে বৃহস্পতিবার সকাল সোয়া নয়টায় মাহমুদুলকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন তার বাবা আনোয়ার।
পরে সাড়ে নয়টার দিকে কেন্দ্রে প্রবেশের কিছুক্ষণ পরেই তিনি অচেতন হয়ে পড়েন।

এ সময় শিক্ষকরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অধ্যাপক আবুল বাশার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় মাহমুদুল কেন্দ্রে প্রবেশ করে। কিছুক্ষণ পরে মাহমুদুল অসুস্থ মাথা ঘুরে পড়ে গেছে এই সংবাদ পেয়ে তারা দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল কে মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস জানান, মৃত অবস্থায় বৃহস্পতিবার পৌনে দশটায় মাহমুদুলকে হাসপাতালে নিয়ে আসা হয় সে হূদরোগে আক্রান্ত ছিল