• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৪, ৯:২০ অপরাহ্ন / ৪৮
নাটোরের বড়াইগ্রামে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোছাঃ তাওহীদা ইসলাম তন্নীঃ নাটোরের বড়াইগ্রামে উপজেলা হল রুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এশিয়ান টেলিভিশনের বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি নাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এছাড়াও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু,বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খাঁন,বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের,বড়াইগ্রাম স্মার্ট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি অহিদুল হক, বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার সাইফুল রহমান চৌধুরী,আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি জাহিদ আলী, গ্লোবাল টিভির নাটোর জেলা প্রতিনিধি আবু মুসা,দৈনিক জনবাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি মুক্তি রহমান,দৈনিক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ গাজী, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার ( নাটোর) মোঃ সৈকত হোসেন,বাংলাদেশ সমাচারের নাটোর জেলা প্রতিনিধি মাহবুব হোসাইন,২৪ আওয়ার্স টিভি সুজন আহমেদ, ৫২ টিভির জেলা প্রতিনিধি মসলেম হেসেন,বনপাড়া পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ,পৌর যুবলীগ সভাপতি জাকির সরকার,জোয়াড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আকবর,ভবানীপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক শরিফুল ইসলাম মানিক, প্রবীণ আওয়ামী লীগ নেতা সুবাহান প্রামানিক, অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কেক কাটা হয়। কেককাটা শেষে প্রধান অতিথী ও অন্যান্যদের ক্রেষ্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি নাহিদুল ইসলাম। এসময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।