• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান মিয়ার মৃত্যুতে শোকসভা


প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৪, ২:২৭ অপরাহ্ন / ১১
গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান মিয়ার মৃত্যুতে শোকসভা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আতিকুর রহমান মিয়ার মৃত্যুতে মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে রোববার (২৮ এপ্রিল) রাত ৮টার সময়ে এ রাজ্জাক সুপার মার্কেটের প্রেসক্লাব কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি মোঃ শহিদুল ইসলাম বেলায়েত মিয়ার সভাপতিত্বে এবং প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হায়দার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রবিউল আলম সিকদার, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান, মুকসুদপুর পৌরসভার মেয়র মোঃ আশ্রাফুল আলম শিমুল মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আহজাদ মহাসিন খিপু মিয়া, মুকসুদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছিরু মিয়া ও মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের মুকসুদপুর উপজেলা প্রতিনিধি কাজী মোঃ ওহিদুল ইসলাম প্রমূখ।

এ সময় জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ- সভাপতি সরদার মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জাম হাদি, দপ্তর সম্পাদক শরিফুর রোমান, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দীন শেখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: খাইরুল ইসলাম পাভেল,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোশারেফ হোসেন, মুকসুদপুর থানার ওসি ( তদন্ত) শীতল চন্দ্র পাল,উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জহির হাসান টিটো, মুকসুদপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান মোল্লাসহ মুকসুদপুর প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।