• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

লক্ষ্মীপুরে বায়েজিদ ভূঁইয়ার অর্থায়নে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি


প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২২, ১২:৩৭ পূর্বাহ্ন / ১৩৮
লক্ষ্মীপুরে বায়েজিদ ভূঁইয়ার অর্থায়নে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি

জয়নাল আবেদীন লক্ষ্মীপুরঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে ‘শেখ মনি ফুড ব্যাংকের’ মাধ্যমে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার নিজস্ব অর্থায়নে পবিত্র রমজানে মাসব্যাপী চলবে এ কার্যক্রম।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী, এলজিইডি ভবনের সামনে ও মান্দারী বাজার এলাকায় প্রায় ৩’শ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ করেন এই যুবলীগ নেতা। এসময় তারেক হোসেন, আবু তালেব, সোহাগ পাটওয়ারী, হুমায়ুন কবির, ওমর ফারুক সহ ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বায়েজীদ ভূঁইয়া জানান, জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে শেখ মনি ফুড ব্যাংকের মাধ্যমে ৩ হাজার জন অসহায় ও দুস্থ মানুষকে নিত্য-প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণের কর্মসূচি নেয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন অঞ্চলের অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। নিত্য-প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন উপকরণ।