• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

রাজশাহীর মোহনপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৩, ৮:২২ অপরাহ্ন / ৫৫
রাজশাহীর মোহনপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,রাজশাহীঃ রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বাবুল আক্তারকে (৪০) কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বাবুল ভাতুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসির মাধ্যমে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে ভাতুড়িয়া মোড়ে মোস্তাফিজুর এর চা স্টলে একাই বসে ছিল বাবু্ল। এ সময় একই গ্রামের মোঃ ওমর আলীর ছেলে মনির উদ্দিন উদ্দিনের নেতৃত্বে দেশীয় অস্ত্র রাম দা, হাঁসুয়া, ছুরি, খন্তিসহ চা স্টলে প্রবেশ করে বাবুলকে হত্যার উদ্দেশ্যে অতির্কিত হামলা চালিয়ে মাথা, পা, হাতে ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। তার শরীরের ৮টি জায়গায় ৩৮টি সেলাই পড়েছে বলে জানান আহতের স্বজনরা।

এ মিশনে মনিরের সাথে যারা অংশগ্রহণ করে তারা হলেন, মনিরের ছেলে বোরহান (১৮), ভাতিজা আশিক (১৮), ওমর আলীর ছেলে নজরুল ইসলাম (৪০), আজিজের ছেলে এনামুল (৩০)। কুপানোর এক পর্যায়ে বাবুল মরে গেছে ভেবে তারা চলে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ কর্তব্যরত অফিসার এসআই সিরাজুল ইসলাম সাবেক ইউপি সদস্য বাবুলকে দেখতে আসেন। সেখানে বাবুলের শারিরীক অবস্থায় অবনতি হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। এনিয়ে উক্ত এলাকায় ভীতিকর অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে মোহনপুর থানা ভারপ্রাপ্ত ওসি সেলিম বাদশাহ বলেন, থানায় অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।