• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

মোখা ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়ে রূপ নেবে শুক্রবার


প্রকাশের সময় : মে ১১, ২০২৩, ৩:৪০ অপরাহ্ন / ৪৪
মোখা ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়ে রূপ নেবে শুক্রবার

বিশেষ প্রতিবেদকঃ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় থাকা অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে। যা শিগগির আরও শক্তি সঞ্চার করে পরিণত হবে ‘প্রবল’ ঘূর্ণিঝড়ে। আগামীকাল শুক্রবার (১২) প্রবল ঘূর্ণিঝড় থেকে ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি আরও জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা নাগাদ এটি ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় মোখা নিয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান। বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ বিফ্রিং করা হয়।

আনুষ্ঠানিক বিফ্রিংয়ে আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখা’র গতিপথ এখন পর্যন্ত ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গের দিকে থাকলেও শুক্রবার সকালে এটি বাংলাদেশ ও মিয়ানমারের দিকে বাঁক নেবে। এদিন সকালে ঘূর্ণিঝড়টি ‘প্রবল’ এবং একই দিন সন্ধ্যায় ‘অতি প্রবল’ হবে। এছাড়া, শনিবার (১৩ মে) ঘূর্ণিঝড়টি ‘পিক অবস্থায়’ থাকবে বলে জানান তিনি। শনিবারের পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তখন চলমান তাপপ্রবাহ কমে আসবে বলেও জানান আবহাওয়া অধিদফতরের এ পরিচালক।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বুধবার (১০ মে) বলেছেন, আঘাতের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৮০-২২০ কিলোমিটার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যা সুপার সাইক্লোনের পর্যায়ে পড়ে।

এদিকে, ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস (বাংলা) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ‘মোখা’, ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে তাণ্ডব চালাবে। আবহাওয়া অফিসের বরাত দিয়ে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর মোখার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৮০ কিলোমিটার। সমুদ্রে বাধা না পেয়ে তা হু-হু করে এগিয়ে আসবে উপকূলের দিকে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, শনিবার ঘূর্ণিঝড়ের প্রাবল্য সবচেয়ে বেশি থাকবে বলে মনে করছে আবহাওয়া অফিস। রোববার (১৪ মে) সকাল থেকে ধীরে ধীরে এই অতি প্রবল ঘূর্ণিঝড়ের পরাক্রম কমতে পারে।