• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে ডিপিএফের সামাজিক জবাবদিহি উপকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৩, ৪:৩৬ অপরাহ্ন / ১০৪
মুন্সীগঞ্জে ডিপিএফের সামাজিক জবাবদিহি উপকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শাহনাজ বেগম,মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জে ব্রিটিশ কাউন্সিল এর সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম মুন্সিগঞ্জের উদ্যোগে Social Accountability Tools (SAT) বা সামাজিক যাবতীয় উপকরণ সমূহ বিষয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

নাগরিক সমাজের প্রতিনিধিদের জন্য সামাজিক জবাবদিহি উপকরণ বিষয়ে জ্ঞান বৃদ্ধি, জানার দক্ষতা বৃদ্ধি, অপরকে জানানোর জন্য উৎসাহিত করা ও উপকরণগুলো ব্যবহার করা সম্পর্কে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে৷

৬ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টায় মুন্সীগঞ্জের স্থানীয় এক রেঁস্তোরায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণার্থীদের পরিচিতি শেষে প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য জানিয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন ডিপিএফ মুন্সিগঞ্জ এর সভাপতি খালেদা খানম।

জাতীয় শুদ্ধাচার কৌশল এবং তথ্য অধিকার আইন ২০০৯ নিয়ে সেশন পরিচালনা করেন সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এম সিরাজুল হক।
অভিযোগ প্রতিকার ও সেবা প্রদান প্রতিশ্রুতি ( সিটিজেন চার্টার) সম্পর্কে সামাজিক জবাবদিহিতার বিষয় নিয়ে আলোচনা করেন মুন্সীগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার মোঃ কাওছার হোসেন। প্রশিক্ষণ পর্বে আরো উপস্থিত ছিলেন ডিপিএফ মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক হামিদা খাতুন এবং ব্রিটিশ কাউন্সিলের আঞ্চলিক সমন্বয়কারী শবনম মুশতারী।

ডিপিএফ মুন্সীগঞ্জের সহ সভাপতি ও মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা ধন্যবাদ জ্ঞাপন করে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।

মুন্সীগঞ্জের নাগরিক সমাজের প্রতিনিধিগণ শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ছাত্র, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও এই প্রশিক্ষণে অংশ নেয়।
ডিপিএফের উদ্যোগে আয়োজিত সামাজিক জবাবদিহি উপকরণ সংক্রান্ত প্রশিক্ষণটির সার্বিক সঞ্চালনা করেন ডিপিএফ মুন্সীগঞ্জের সদস্য মোঃ জুনায়েদ।