• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে কবিতা পাঠ ও গুণীজন সম্মাননা প্রদান


প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৩, ৯:৪৮ অপরাহ্ন / ৯৩
মুন্সীগঞ্জে কবিতা পাঠ ও গুণীজন সম্মাননা প্রদান

শাহনাজ বেগম, মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে কবিতা পাঠের আসর ও গুণিজন সম্মাননা প্রদান ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় মুন্সীগঞ্জের ডিসি পার্কের সায়লা ফারজানা মঞ্চে এই আয়োজন করা হয়।

মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি গোলাম আশরাফ খান উজ্জ্বলের সভাপতিত্বে ও সদস্য মোঃ আলমগীর হোসেন স্বপন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ জাকারিয়া মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সীগঞ্জের সভাপতি এডভোকেট নাছিমা আক্তার, মোঃ সাইফুল বিন সামাদ, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, কবি যাকির সাঈদ, নাট্য নির্দেশক ও অভিনেতা শিশির রহমান, রেডিও বিক্রমপুরের স্টেশন ম্যানেজার মোঃ আওলাদ হোসেন খান শিবলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি কে এম সাইফুল্লাহ ভূইয়া, জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান জীবন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহিত্য সম্পাদক কবি শাহ আলম, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাজ মল্লিকসহ বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিবর্গ হলেন, সাংবাদিক এমদাদুল হক পলাশ, কবি খান আবু বকর সিদ্দীক, কবি নুরুন্নাহার মুন্নি, সংগঠক সাব্বির হোসাইন জাকির।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি তাহের মাহমুদ, অনু ইসলাম, অয়ন সাইদ প্রমূখ।