• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন

খুলনার পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি গঠন


প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৪, ৬:৪৮ পূর্বাহ্ন / ৪০
খুলনার পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি গঠন

মোঃ মানছুর রহমান জাহিদঃ খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলায় সেবা গ্রহণকারী রোগীদের সেবার মান বৃদ্ধি এবং ডায়াগনস্টিক ও ক্লিনিক সমূহের উন্নত ব্যবস্থাপনার উদ্দেশ্যে পাইকগাছা ও কয়রা উপজেলায় অবস্থিত ক্লিনিক-ডায়াগনস্টিক মালিকদের সমন্বয়ে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি গঠন করা হয়েছে।

পাইকগাছা ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহকে সভাপতি, সম্পাদক ডাঃ সঞ্জয় কুমার মন্ডল (দিব্য ডায়াগনষ্টিক ও রাজ হাসপাতাল), সহ-সভাপতি ডাঃ সুজন কুমার সরকার (পাইকগাছা মা ও শিশু” সেবা সদন), ডাঃ প্রশান্ত কুমার মন্ডল (হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার), যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক জি এম শফিকুল ইসলাম (নুরজাহান মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার), সাংগঠনিক সম্পাদক মোঃ রকিবুজ্জামান ( ড্রিম ফোর হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার), কোষাধ্যক্ষ প্রভাষক এস রোহতাব উদ্দীন আহমেদ (শিবসা ডায়গনস্টিক সেন্টার) , দপ্তর সম্পাদক জি এম খায়রুল ইসলাম (ফারিন হাসপাতাল এন্ড ডায়গনস্টিক), প্রচার সম্পাদক শাহাজামান বাদশা ( নিউ মডার্ন ডায়াগনস্টিক কমপ্লেক্স) ,সাংস্কৃতিক সম্পাদক সুধাংশু কুমার মন্ডল (কেয়া ডায়াগনস্টিক সেন্টার) , সমাজ কল্যাণ সম্পাদক শিবরঞ্জন বাছাড় (ডক্টস ডায়াগনস্টিক সেন্টার), নির্বাহী সদস্য ডাঃ আব্দুল মজিদ (আল-আমিন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার), তৃপ্তি রন্জন সেন (পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিক), গৌতম সরকার(বাঁকা সার্জিকাল ক্লিনিক), কামরুজ্জামান (পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিক)।
বুধবার দুপুরে সভাপতির ডায়াবেটিস কার্যলয়ে উক্ত কমিটি গঠন করা হয়।