• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

নৌ চাঁদাবাজ ও সন্ত্রাসীরা একত্রিত হয়ে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে : আনিস মাস্টার


প্রকাশের সময় : মে ১৪, ২০২২, ১০:৪১ অপরাহ্ন / ২৬১
নৌ চাঁদাবাজ ও সন্ত্রাসীরা একত্রিত হয়ে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে : আনিস মাস্টার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ট্রলার (বাল্কহেড) শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো. আনিছুর রহমান মাস্টার বলেছেন- ‘‘আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। বিগত ২০ বছর যাবৎ সুনামের সাথে, কোনো মালিক পক্ষের কছে মাথা নত না করে, নৌ শ্রমিকদের অধিকার ও দাবী আদায় করার জন্য আপোষহীনভাবে লড়াই ও সংগ্রাম করে যাচ্ছি সংগঠনের মাধ্যমে। ফলে কিছু লোকের কাছে আমি ভাল, কিছু লোকের কাছে মন্দ। এদের মধ্যে যারা ইতিপূর্বে বিভিন্নভাবে আমার সংগঠনকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েও পারেনি, সেইসকল নৌ সন্ত্রাসীরা একত্রিত হয়ে যোগসাজশ এর মাধ্যমে আমার সংগঠন ও আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য পেছনে লেগেছে।’’

১৪ মে(শনিবার) নারায়ণগঞ্জের স্থানীয় ‘দৈনিক সময়ের নারায়ণগঞ্জ’ নামক পত্রিকার ৪র্থ পৃষ্ঠায় প্রকাশিত ‘বাল্কহেড ভাড়া নিয়ে বিক্রির পায়তারা’ শিরোনামে সংবাদ প্রসঙ্গে মতামত ব্যক্ত করতে গিয়ে তিনি এসব বলেন।

এসময় তিনি আরও বলেন -‘‘ফতুল্লা থানায় অভিযোগকারী আসাদুজ্জামান শামীম তার মালিকানাধীন ‘এমভি মায়ের স্নেহ’ নামক বাল্কহেডটি উদ্ধারে আমার সংগঠন বাংলাদেশ ট্রলার (বাল্কহেড) শ্রমিক ইউনিয়ন বরাবর একটি অভিযোগ করেছিল ২০২১ সালে। ফলে সেই সময় নৌপুলিশকে সাথে নিয়ে আমরা সেই বাল্কহেডটি উদ্ধার করে তাকে বুঝিয়ে দেই। তখন শামীমের বিরুদ্ধে ফতুল্লা থানায় গুম মামলা হয়েছিল। সেই সময় আমরা সাংগঠনিকভাবে লড়াই সংগ্রাম করে সত্যতা তুলে ধরে সেই মামলা থেকে তাকে অব্যাহতি পেতে সহযোগিতা করি। যেটি সেই সময় অনেক মিডিয়ার সাংবাদিক ভাই-বোনেরা উপস্থিত থেকে লক্ষ্য করেছেন। যেহেতু অনেক লড়াই সংগ্রাম করে মালিক আসাদুজ্জামান শামীমকে বাল্কহেডটি আমরা উপহার দিয়েছি, সেই মালিককে বলির পাঠা করেই আমার বিরুদ্ধে অপপ্রচার করে ষড়যন্ত্র করা হচ্ছে। মূলত আমাদের উপকারভোগি শামীমকে ব্যবহার করে নদী পথের কিছু দালাল ও কিছু বাল্কহেড মালিকরা একত্রিত হয়ে আমার বিরুদ্ধে পত্র পত্রিকায় ষড়যন্ত্রমূলকভাবে লেখালেখি করাচ্ছেন। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’’

এসময় প্রকৃত সত্য উদঘাটন করে মিথ্যা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান প্রশাসনের প্রতি।