• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন

দীর্ঘ এক যুগ পর টিটু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবিন শেখ গ্রেফতার


প্রকাশের সময় : জুন ২৪, ২০২২, ৫:২১ অপরাহ্ন / ১১৪
দীর্ঘ এক যুগ পর টিটু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবিন শেখ গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ এক যুগ পর টিটু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবিন শেখকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৪ জুন) রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে র‍্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে ২০১০ সালের নভেম্বর হুমায়ুন কবির টিটুকে আগ্নেয়াস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে গুলি করে। টিটুর মাথার ডান পাশে গুলি লেগে গুরুতর আহত হয়। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ ঘটনায় টিটুর স্ত্রী বাদী হয়ে কদমতলী থানায় একটি হত্যা মামলা করেন। মাসলার তিন নাস্বার আসাসি ছিল মো. রবিন শেখ। তার অনুপস্তিতে ২০১৭ সালের ডিসেম্বরে আদালত রায় প্রকাশ করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম
কারাদন্ডে দন্ডিত করেন আদালত।