• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় প্রতিপক্ষদের হামলায় বৃদ্ধ-বৃদ্ধাসহ আহত-৪


প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন / ২৯
খুলনার পাইকগাছায় প্রতিপক্ষদের হামলায় বৃদ্ধ-বৃদ্ধাসহ আহত-৪

মানছুর রহমান জাহিদঃ খুলনার পাইকগাছায় আদালতে দলিল জালিয়াতির মামলা করায় প্রতিপক্ষের বাড়ীতে হামলা মারপিট, ভাংচুর ও লুটপাটের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাটিপাড়া মোড়ল বাড়ীতে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

ইসাহাক মোড়ল জানান, প্রতিপক্ষ মজিদ মোড়লরা তাদের ৪৩ শতক জমি জাল দলিল করে নেয়। এ কারণে ইসহাক মোড়ল সম্প্রতি পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি জালিয়াতি মামলা করেন। যার নম্বর সিআর ২৫৭/২৪। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তপুর্বক প্রতিবেদনেরর জন্য উপজেলা সাবরেজিস্টারকে পাঠিয়েছেন। যাতে প্রতিপক্ষ করা হয় মজিদ মোড়ল, শহিদল ইসলাম মোড়ল, লিয়াকত মড়লসহ ১০ জন।

এ অপরাধে শনিবার মজিদ মোড়ল, শহিদুল মোড়লের নেতৃত্বে ৪০/৫০ জন নারী-পুরুষ ইসহাক মোড়লের বাড়ীতে হামলা চালায়। এ সময় সহিল উদ্দীন মোড়ল (৬০), তার স্ত্রী মাহফুজা বেগম (৪৫), পুত্রবধূ রেবেকা খাতুন (২১), মৃত আনছার মোড়লের স্ত্রী রোকেয়া বেগম (৭২) আহত হয়।

এ ব্যাপারে সোমবার আদালতে মামলা করা প্রস্তুতি নেয়া হয়েছে বলে তাদের নিয়োজিত আইনজীবী এ্যাডঃ জিএম আমজাদ হোসেন জানান।

প্রতিপক্ষ মজিদ মোড়লের ছেলে রবিউল ইসলাম বলেন, আমাদের নামে অহেতুক জালিয়াতি মামলা করেছে। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে।