• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

খুলনার ডুমুরিয়ায় মসজিদের ভিতর থেকে ১৮টি মোবাইল চুরি : থানায় অভিযোগ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন / ৭৬
খুলনার ডুমুরিয়ায় মসজিদের ভিতর থেকে ১৮টি মোবাইল চুরি : থানায় অভিযোগ

খুলনা অফিসঃ খুলনার ডুমুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন পাঞ্জেগানা জামে মসজিদের ভিতর থেকে ২ লক্ষ টাকার ১৮টি মোবাইল ফোন চুরি হওয়ার অভিযোগে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগের সূত্রে জানা যায়, সাকিবুর রহমান নামে এক যুবক খুলনা নগরীর শেখ পাড়া (তেতুলতলা মোড়ের) ইশাত এন্টারপ্রাইজের একজন ডিএসআর (ডিস্ট্রিবিউশন সেলস রেপ্রিজেন্টিভ)। গতকাল বৃহস্পতিবার আসরের নামাজ পড়তে ঐ মসজিদে প্রবেশ করেন এবং মোবাইল ভর্তি ব্যাগটি তার পাশে রেখে নামাজ পড়তে দাড়ান। পরে নামাজ শেষে সালাম ফিরিয়ে দেখেন ব্যাগটি নেই। এরপর মসজিদ কর্তপক্ষের সাথে কথা বলে কোন সুরাহা না হলে তিনি ডুমুরিয়া থানায় যান অভিযোগ লিখাতে কিন্তু সেই সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোনের IMEI না থাকায় থানা কর্তৃপক্ষ IMEI নম্বর যোগার করে অভিযোগ লেখাতে পরামর্শ দেন।

পরবর্তীতে IMEI নম্বর যোগার করে থানায় লিখিত অভিযোগ লেখানো হয় বলে জানিয়েছেন সাকিবুর রহমান।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি জানান, আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত পূর্বক যতদ্রুত সম্ভব ফোনগুলো উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেতে “ইশাত এন্টারপ্রাইজের” স্বত্বাধিকারী রাজু ক্রমাগত সাকিবুর রহমানকে হুমকি দিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।