• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত


প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৩, ১:৪৭ অপরাহ্ন / ৬০
নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নড়াইলঃ নড়াইল জেলায় বুধবার যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়।জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালী শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই জায়গায় এসে শেষ হয়।

র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী,জেলা মহিলা বিষয়ক অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মৌসুমী রানী মজুমদার।