• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদকের পদ পেলেন বাগেরহাটের শরণখোলার সন্তান রেজওয়ানুল হক সবুজ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৩, ১১:০৭ অপরাহ্ন / ৭৩
ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদকের পদ পেলেন বাগেরহাটের শরণখোলার সন্তান রেজওয়ানুল হক সবুজ

নিজস্ব প্রতিবেদক, মোরেলগঞ্জ, বাগেরহাটঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত পুর্নাঙ্গ কমিটিতে বাগেরহাটের শরণখোলার সন্তান রেজওয়ানুল হক সবুজ যুগ্ন- সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে
পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত ১৫ ফেব্রুয়ারি এ পূর্ণাঙ্গ কমিটির ঘোষনা দেন পার্টির দপ্তর সম্পাদক এমরান সালেহ্ (প্রিন্স), এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল ।

রেজওয়ানুল হক সবুজ শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া গ্রামের এম আফজাল হুসাইনের ছেলে। তার পরিবার বর্তমানে মোরেলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা।সবুজ
২০০০ অষ্টম শ্রেণীর পড়ালেখা অবস্থায় ছাত্রদলে নাম লেখায় এবং স্কুল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে। এইচএসসি পাশের পর কলেজে পড়াকালীন কলেজ কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হয়।  ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া রেজওয়ানুল হক সবুজ এ প্রতিনিধির সাথে আলাপকালে জানান, ২০০৬ সাথে তিতুমীর বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স ভর্তি হয়েই সক্রীয় ভাবে ছাত্রদলের  রাজনীতিতে শুরু করেন।এর মধ্যে দেশে সেনা সমর্থিত সরকার এসে সকল রাজনীতি নিষিদ্ধ করে দেশনেত্রী বেগম
খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানকে গ্রেফতার করে নির্যাতন শুরু করে। তখন হাতে গোনা যে কজন সক্রিয় রাজনীতি করতো তিনি তাদের সাথে জড়িত ছিলেন। সেই
থেকে দীর্ঘ ১৬ বছর জীবনেসর ঝুঁকি নিয়ে রাজপথে আছেন। বিএনপি ঘোষিত প্রথম অবরোধে গ্রেফতার হয়ে ২ মাসের মত কারাভোগ করেন। এর পরে রাজপথ থেকে আরও ২
বার গ্রেফতার হয়ে বহুদিন হাজতবাস করেছেন। ২০১৪ সালের নির্বাচনের আগে আন্দোলন করতে দিয়ে ১ বছর সাজাপ্রাপ্ত হন। ২০১৫ পল্টন পার্টি অফিসের সামনে বোমা হামলায় আহত হয়ে ১ মাস হাসপাতালে থাকেন চিকিৎসাধীন থাকেন। তার শরীরে এখন ও বোমার স্পিল্ডার রয়েছে। যা অপারেশন করতে হবে। তিনি আরও জানান, তার বাবা এম আফজাল হুসাইন একজন বীর মুক্তিযোদ্ধা।মুক্তিযুদ্ধের সময় তিনি মোরেলগঞ্জ শরণখোলায় গেরিলা  যোদ্ধা ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয়
কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন গেরিলা যোদ্ধার সন্তান হিসেবে তিনি শপথ নিয়েছেন দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত
না করা পর্যন্ত সর্বোচ্চ ঝুঁকি নিতে পিচ পা হবো না ইনশাল্লাহ।