• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

করিমপুর ইউনিয়নসহ চরাঞ্চলের দীর্ঘদিনের বিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২২, ১০:১৮ অপরাহ্ন / ১১৪
করিমপুর ইউনিয়নসহ চরাঞ্চলের দীর্ঘদিনের বিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজিব আহমেদ, নরসিংদীঃ সোমবার ২৫ জুলাই, রসুলপুর হাই স্কুল মাঠে করিমপুর ইউনিয়নসহ চরাঞ্চলের দীর্ঘদিনের বিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আশরাফুল আজীম, পিপিএম,পুলিশ সুপার, নরসিংদী।

সভার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মো.আলী, নরসিংদী। প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সভায় সভাপতিত্ব করেন করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান।

সভায় করিমপুর ইউনিয়নসহ চরাঞ্চলের বিভিন্ন শ্রেণীপেশার স্থানীয় ব্যক্তিবর্গ তাদের মতামত ব্যক্ত করেন। বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম রোধ ও পরোয়ানাভূক্ত আসামীদের গ্রেফতারে জেলা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

নরসিংদী জেলায় বিট পুলিশিং এর মাধ্যমে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি, মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ, নরসিংদী। এ সময় মানুষের সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বতোভাবে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।