• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরে জার্মান প্রবাসীর বাড়িতে ২০ লাখ টাকা চাঁদা দাবি, চাঁদাবাজ আটক


প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৩, ৯:৩৯ পূর্বাহ্ন / ৮৩
রাজধানীর মোহাম্মদপুরে জার্মান প্রবাসীর বাড়িতে ২০ লাখ টাকা চাঁদা দাবি, চাঁদাবাজ আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর মোহাম্মদপুরে এক জার্মান প্রবাসির নির্মানাধীন বাড়িতে ২০ লাখ টাকা চাঁদা দাবি করায় গ্রেফতার হয়েছে চাঁদাবাজ চক্রের এক সদস্য। রবিবার (২০ আগষ্ট) মোহাম্মদপুরের চাঁদ উদ্যান থেকে চক্রের এক সদস্যকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।গ্রেফতারকৃতের নাম- মোস্তফা কামাল (৩৮)।

এজহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ৫ নম্বর রোডে জার্মান প্রবাসি মিয়া সোহেল (৪০) ৬ কাঠার ওপর একটি জমিতে বাড়ির কাজ করছে। গত ৩ আগষ্ট মোস্তফা কামাল সহ ১০-১৫ জনের একটি দল নির্মানাধীন বাড়িটিতে গিয়ে ভাঙ্গচুর চালিয়ে প্রজেক্টে দায়িত্বরত ইঞ্জিনিয়ার ও মিস্ত্রীকে হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয়। এ সময় প্রজেক্টে কর্মরত ইঞ্জিনিয়ার নির্মাণ কাজ বন্ধ রাখতে হবে কেন জিজ্ঞেস করলে, তারা নিজেদের স্থানীয় লোক বলে পরিচয় দেয় এবং তাদেরকে চাঁদা না দিয়ে চাঁদ উদ্যান এলাকায় কেউ বিল্ডিং করতে পারে না বলে জানায়। তখন চাঁদাবাজ চক্রটি তাদের হুমকি দিয়ে বলে যায়, বিশ লাখ টাকা চাঁদা না দিলে তারা যেন বাড়ির কাজ বন্ধ রাখে। না হয় অস্ত্র-শস্ত্র সহ এসে তাদের হত্যা করে ফেলবে। এ ঘটনায় জার্মান প্রবাসীর মামা মিজানুর রহমান (৪৮) বাদী হয়ে মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত করে আজ (রবিবার) বিকেলে চাঁদ উদ্যান এলাকা থেকে চাঁদাবাজ চক্রের এক সদস্যকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন যাবৎ মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় একটি চক্র নির্মানাধীন বাড়িতে চাঁদাবাজি করে আসছিলো। কেউ তাদের বিরুদ্ধে কথা বললে, তাদের মারধরসহ নানা রকম হুমকি দেওয়া হতো। এ জন্য ভয়ে কেউ মুখ খুলতো না। এসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানান স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জানান, এ ঘটনায় আমাদের থানায় একটা অভিযোগ দায়ের করেছে। পরে ঘটনার তদন্ত করে অভিযোগের প্রেক্ষিতে রুজু করা হয়। আজকে এ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।