• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৩, ৫:৪২ অপরাহ্ন / ৪২
জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাটঃ জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জাবন কারাদন্ডের আদেশ ও সেই সাথে ১০ হাজারটাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত আসামী হলেন, আক্কেলপুর উপজেলার লক্ষীভিটা গ্রামের খাজামুদ্দীনের ছেলে ইয়াসিন আলী। জয়পুরহাটের আতিরিক্ত জেলাও দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দীন বৃহস্পতিবারএ রায় ঘোষনা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানাগেছে ২০০০ সালের ৪ এপ্রিল সকালে আক্কেলপুর উপজেলার লক্ষীভিটা গ্রামের খাজামুদ্দীনের ছেলে ইয়াসিন আলী তার স্ত্রী জোলেখা বেগম সংসারের কাজকর্ম ঠিকমত করতে না পারায় তাকে শক্ত বস্ত দিযে মারপিট করে এতে সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে আক্কেলপুর উজেলা স্বামস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা অবস্থার অবনতি ঘটলে তাকে নওগাঁ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এঘটনা নিহত জোলেখার বাবা আঃ জোব্বার বাদী হয়ে আক্কেলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে জোলেখার স্বামী ইয়াসিন আলীকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।