• ঢাকা
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্নীতি দমন বিষয়ক সভা ও বেগম রোকেয়া দিবস পালন


প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ন / ৬২
ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্নীতি দমন বিষয়ক সভা ও বেগম রোকেয়া দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারঃ কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্নীতি দমন বিষয়ক সভা ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

শনিবার উপজেলার অস্থায়ী অডিটোরিয়ামে ঈদগাঁও উপজেলার প্রথম স্বতন্ত্র নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সভাপতিত্বে দুই পর্বে এই অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন কক্সবাজারের উপসহকারী পরিচালক। এরপর দ্বিতীয় পর্বে স্বাগত বক্তব্য রাখেন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক নুরুল আমিন হেলালী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ শামসুল হুদা, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ নুরুল আবচার কাদেরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা উপসহকারী প্রকৌশলী মাহমুদুর রহমান, ঈদগাহ জাহানারা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদুল ইসলাম,উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু,মুক্তিযুদ্ধা মোস্তাফিজুর রহমান, ঈদগাহ জাহানারা বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মিনুন্নাহার। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের ছাত্র তাহজিব জাওয়াদ ও ছাত্রী রাহী। আরও উপস্থিত ছিলেন ঈদগাহ হাইস্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ খান, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন চৌধুরী, ঈদগাহ রশিদ আহমদ কলেজের শিক্ষক ও রোভার দল, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের স্কাউট ও গার্লস গাইড দল,ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসার স্কাউট দল,ঈদগাহ হাইস্কুলের স্কাউট দল,ঈদগাহ জাহানারা বালিকা বিদ্যালয়ের গার্লস গাইড দলসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।