• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন

আজ মধু বনে


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৩, ৮:২২ অপরাহ্ন / ১২১
আজ মধু বনে

আজ মধু বনে——বাদশ মিয়া সিকদার

চরণে নুপুর পরে সখি চলেছ কোথায় একা
ফুল মালা বেঁধে কিশোরী অন্তর জ্বালায় ঢাকা
কুঞ্জ বনে আজ লাগিয়েছে আগুনের ঢেউ
সে আগুনে ভুলে স্নান করো নাকো কেউ।
দুরন্ত যৌবন এ ভুল পথে একবার গেলে
সর্বনাশী খেলা খেলে কে যেন পালাবে।
আজ বড় উন্মাদনা আকাশে বাতাসে বনে বনে
বাসন্তি রং শাড়ী পরে বেহুস হয়োনা এক ক্ষনে।
কুঞ্জ মজাতে গিয়ে তুমি যদি করো কোন ভুল
সে ভুলের মাশুল দিতে আর তুমি পাবে কি কুল?
কামনার ঝড় এলে ভাবনা কি আসে মাথায়

এ ভাবে পুড়েছে কত সখি মরেছে ব্যকুল ব্যথায়
কূল হারা হলে কি আর ফিরে আসে জীবনে কুল
নির্জনে মধু বনে যেয়ো নাকো হয়োনা ব্যথায় ব্যকুল। (সংক্ষিপ্ত)