
এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ২১ ফেব্রুয়ারী উদযাপন উপলক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা এবং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, মাসিক চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
১৭ ফেব্রুয়ারী সোমবার ১১ টার সময় উপজেলা নির্হাহী অফিসারের কার্যালয়ের অফিস কক্ষে পর্যায়ক্রমে এসকল সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সজীব রহমান, উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদার,বীর মুক্তিযুদ্ধা মোঃ ইউনুস মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন,মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, বাঙালভিটা মাটিয়ারবন বিজিবি ক্যাম কমান্ডার দিলীপ,মহিষখলা বিজিবি ক্যাম কমান্ডার ফিরোজ প্রমুখ।
এ সময় আলোচনায় বক্তারা বলেন, সন্ত্রাস দমন, চোরাচালান নিরোধ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং সাভাবিক রয়েছে। মদ,গাঁজা, ইয়াবা ও ইভটিজিং সহ বাল্যবিয়ের প্রবনতা বেড়েছে,এতে সামাজিক অবক্ষয়ের আশংকা রয়েছে। এবিষয়ে প্রশাসন এবং সুশীল সমাজের লোকজন দমন পীড়নের উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরা হয়েছে।
আপনার মতামত লিখুন :