
নিজস্ব প্রতিবেদক চারঘাট, রাজশাহীঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর চারঘাট উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় সরদহ সরকারী মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
জামায়াতের চারঘাট উপজেলার সেক্রেটারি অধ্যাপক মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনটির রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী জননেতা অধ্যক্ষ মোঃ নাজমুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো: কামারূজ্জামান, মাওলানা মোঃ শফিকুল ইসলাম,মোঃ শোয়েব আলী, ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্বের সভাপতি মো: রুবেল আলী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: সুফেল রানা ও মোঃ তরিকুল ইসলাম সহ উপজেলা জামায়াতের পৌরসভা ও সকল ইউনিয়নের আমির ও সেক্রেটারিবৃন্দ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ ঐতিহাসিক বদর দিবসের পটভূমি আলোচনা করে বদরকে হক ও বাতিলের মানদন্ড হিসেবে উপস্থাপন করেন। অতিথিবৃন্দ বলেন, বদরের ন্যায় আল্লাহর সাহায্য ও বিজয় লাভের পূর্ব শর্তই হলো নিজেকে তাকওয়াবান ও ধৈর্য্যের গুনে গুণান্বিত করা। পবিত্র রমাযান মাসে সবাইকে আল্লাহর ক্ষমা ও সাহায্য পাওয়ার উপযোগী হিসেবে গড়ে তুলে তাকওয়ার বহিঃপ্রকাশ স্বরূপ আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান। সম্মানিত অতিথিবৃন্দ দেশ ও জাতির কল্যাণে বদরের সাহাবীদের ন্যায় নিজের সর্বোচ্চটুকু উৎসর্গ করার প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভার সার্বিক সাফাল্য কামনা করেন।
আপনার মতামত লিখুন :