আদম আলী, রাজবাড়ীঃ তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব- এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রার ও আলোচনা সভার আয়োজন করে। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেহেরুন্নহার।সভায় উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, প্রাথমিক শিক্ষা অফিসার অঞ্জলি রানী প্রামানিক, যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা আ: জব্বার,পরিবার পরিকল্পনা সুতপা কর্মকার, মুক্তিযোদ্ধা আকামত আলী প্রমুখ বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :