নিজস্ব প্রতিবেদক, নাঙ্গলকোটঃ বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কুমিল্লার নাঙ্গলকোট শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দৈনিক নেইবার ও পাক্ষিক অপরাধ জগৎ, অধ্যাপক মো: শাহজাহান কে সভাপতি ও লাল সবুজের দেশ পত্রিকার মোঃ জয়নাল আবেদীন কে সাধারণ সম্পাদক করে অনুমোদিত কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক প্রথম প্রহর’র অধ্যাপক নজির আহমেদ মজু. সহ-সভাপতি দৈনিক দেশ জগতের নিজাম উদ্দিন মজুমদার, সহ-সভাপতি দৈনিক যায় যায় দিন ও কুমিল্লা টিভির শরিফ আহমেদ মজুমদার, সহ-সাধারণ সম্পাদক দৈনিক কাল বেলার ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের জনবানীর শাহাদাত হোসেন, সহ-সাংগঠনিক দৈনিক বাংলাদেশ সমাচারের হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক দৈনিক সকালের সময়ের তাজুল ইসলাম মিয়াজী, অর্থ সম্পাদক দৈনিক সংবাদ ও প্রতিদিনের চিত্রের আব্দুর রহিম বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাপ্তাহিক অগ্রযাত্রার নাইম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক কলামিস্ট এডভোকেট শাহজাহান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আলোকিত সকালেট মাওলানা ইউসুফ আলী, তথ্য ও গবেষণা সম্পাদক দৈনিক আজকের বসুন্ধরার বসির আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক যুগ-যুগান্তরের জহিরুল ইসলাম রুবেল, নির্বাহী সদস্য দৈনিক ইত্তেফাকের মজিবুর রহমান মোল্লা, দৈনিক নয়া দিগন্তের সাইফুল ইসলাম, সাপ্তাহিক লাকসাম বার্তা দীন মোহাম্মদ, দৈনিক সময়ের আলো বেলাল হোসেন রিয়াজ, দৈনিক যুগান্তর মেহেদী হাসান ভূইয়া আজিম, দৈনিক দেশ রুপান্তরের দুলাল মিয়া।
আপনার মতামত লিখুন :