কে এম সাইফুর রহমানঃ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) -এর উদ্যোগে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার ৩০ জন সাংবাদিকদের নিয়ে ৩ (তিন) দিনব্যাপী (২৫ –২৭ আগস্ট) মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ (আবাসিক) কর্মশালা সম্পন্ন হয়েছে।
রোববার বিকাল ৩ টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সেমিনার কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) দায়িত্বপ্রাপ্ত উন্নয়ন প্রতিনিধি ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক সিনিয়র সচিব মোঃ শহিদ উল্লাহ খন্দকার।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিআইবি’র পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, পিআইবি’র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) শাহ্ শেখ মজলিশ ফুয়াদ।
এ সময় পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, বাংলাদেশ টাইমসের প্রধান মোবাইল সাংবাদিক সাব্বির আহমেদ, প্রেসক্লাব গোপালগঞ্জের সাংগঠনিক সচিব, দৈনিক ভোরের দর্পণ ও দি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি সাংবাদিক কে এম সাইফুর রহমান, প্রেসক্লাব গোপালগঞ্জের ধর্মীয় ও সমাজকল্যাণ সচিব সাংবাদিক এম মাহামুদ, সাংবাদিক কাজী মাহমুদ, মনির মোল্লা, সাংবাদিক মোঃ ফায়েকুজ্জামান, সহিদ চৌধুরী, সাংবাদিক মোল্লা মহিউদ্দিন, শাহ আলম, মুরাদ সহ পিআইবির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গোপালগঞ্জের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ তুলে দেন প্রধান অতিথি সাবেক সচিব শহীদ উল্লাহ খন্দকার ও মহাপরিচালক জাফর ওয়াজেদ।
এ প্রশিক্ষণের মধ্যদিয়ে সাংবাদিকদের সংবাদ তৈরীর কর্ম কৌশলে মোবাইল ডিভাইস ব্যবহার করে পেশাগত দক্ষতা বৃদ্ধি সহ বহুমুখী প্ল্যাটফর্মের জন্য সংবাদ তৈরীতে সাংবাদিকদের পারদর্শী করে গড়ে তোলাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বক্তারা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়ন কর্মকান্ড ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সাংবাদিকদেরও কার্যকরী ভূমিকা রাখতে উদাত্ত আহবান জানান। এর আগে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা দুর্লভ বেশ কয়েকটি বই উপহার হিসেবে প্রধান অতিথি সাবেক সচিব শহীদ উল্লাহ খন্দকারের হাতে তুলে দেন।
আপনার মতামত লিখুন :