• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

নীলফামারীর ডিমলা উপজেলায় বৃত্তি পরীক্ষা-২২ অনুষ্ঠিত 


প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২২, ৯:২৩ অপরাহ্ন / ৭৪
নীলফামারীর ডিমলা উপজেলায় বৃত্তি পরীক্ষা-২২ অনুষ্ঠিত 

মোঃ আব্দুল হামিদ সরকার,নীলফামারীঃ নীলফামারীর ডিমলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩ দিনব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্র সচিব মোঃ ফেরদৌস আহমেদ জানান, উপজেলায় ৫ টি কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণি হইতে ৫ম শ্রেণির মোট ২৬০ জন ছাত্র-ছাত্রী ডিমলা সিটি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

মঙ্গলবার (২০ ডিসে/২২) সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফিরোজ ইসলাম, প্রেসক্লাব ডিমলার সভাপতি সারোয়ার জাহান সোহাগ,জলঢাকা থানার এস আই মোঃ আখতারুজ্জামান প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন এসোসিয়েশন ভুক্ত প্রত্যেক স্কুলের পরিচালক ও অধ্যক্ষ বৃন্দ।

উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আহবায়ক মোঃ ওয়াজেদুল ইসলাম বলেন,ডিমলা উপজেলার কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছি, অত্যন্ত সুন্দর ও উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, গত ১৮,১৯ ও আজ ২০ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ ৩ দিন ব্যাপী হয়।