• ঢাকা
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

কক্সবাজারের ঈদগাঁও ইউএনও’র সা‌থে ঈদগাহ্ প্রেসক্লা‌বের মত‌বি‌নিময় সভা


প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৩, ১২:২২ পূর্বাহ্ন / ৮৫
কক্সবাজারের ঈদগাঁও ইউএনও’র সা‌থে ঈদগাহ্ প্রেসক্লা‌বের মত‌বি‌নিময় সভা

সায়মন সরওয়ার কায়েমঃ কক্সবাজারের ঈদগাঁওতে যোগদানকৃত প্রথম উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সা‌থে ঈদগাহ্ প্রেসক্লাব নেতৃবৃ‌ন্দদের মতবিনিময় সভা হয়।

বৃহস্পতিবার নির্বাহী কর্মকর্তার কার্যাল‌য়ে উপ‌জেলার সমসাম‌য়িক নানান সমস্যা ও সমাধা‌নের বিষ‌য়ে এ মত‌বি‌নিময় সভা করা হয়।
নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা ব‌লেন সাংবা‌দিকরা জাতীর বি‌বেক। নতুন উপ‌জেলা ঈদগাঁও‌তে তি‌নি প্রথম দা‌য়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। উপ‌জেলা‌র সা‌র্বিক প‌রি‌স্থি‌তি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবা‌দিক‌দের সহ‌যোগীতা কামনা ক‌রে‌ছেন।
সভা শে‌ষে উপ‌জেলায় নির্বাহী কর্মকর্তা‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানা‌য় ঈদগাহ্ প্রেসক্লা‌বের নেতৃবৃন্দরা।

প্রেসক্লাব নেতৃবৃন্দ‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন সভাপ‌তি মাহাবুব আলম মাবু, সাধারন সম্পাদক মোঃ আশফাক উদ্দীন আরফাত, যুগ্ন সম্পাদক ইমরান তৌ‌হিদ রানা, সাংগঠ‌নিক সম্পাদক সায়মন সরওয়ার কা‌য়েম, অর্থ সম্পাদক গিয়াস উদ্দীন, দপ্তর সম্পাদক সোয়াইফুল হক, প্রচার সম্পাদক রিয়াজ উদ্দীন রিয়াদ, নির্বাহী সদস‌্য কাজী আব্দুল্লাহ্, সদস‌্য আনাসুল হক, আবু বক্কর ছি‌দ্দিক এবং র‌বিউল আলম র‌বি।