• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী’র আগমণ উপলক্ষে যশোরের বেনাপোলে সাংবাদিকদের সাথে শার্শার এমপি’র মতবিনিময়


প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন / ১০১
স্বরাষ্ট্রমন্ত্রী’র আগমণ উপলক্ষে যশোরের বেনাপোলে সাংবাদিকদের সাথে শার্শার এমপি’র মতবিনিময়

খোরশেদ আলম, বেনাপোল, যশোরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমণালয়ের দায়িত্বের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির বেনাপোলে আগমন উপলক্ষে এবং মাদক-সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সুধী সমাবেশ সফল করার লক্ষ্যে বেনাপোলের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন ৮৫, যশোর -১ (শার্শা)র সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন এমপি।

যশোরের বেনাপোল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শুক্রবার বিকাল ৪টার সময় যশোরের শার্শা উপজেলা তথা দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোলের সাংবাদিকদের নিয়ে উক্ত স্বরাষ্ট্রমন্ত্রীর সুধী সমাবেশ সফল করার লক্ষ্যে এক মতবিনিময় আলোচনা সভা করেছেন ৮৫, যশোর – ১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন এমপি।

এ সময় উক্ত মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা বেনাপোল এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরাসহ বেনাপোলের যানজট সমস্যা নিরসনে এবং এখানে গুরুত্বপূর্ণ স্থলবন্দর থাকা সত্ত্বেও কোন হাসপাতাল নেই সে বিষয়টিও তুলে ধরেন এমপির নিকট।

এছাড়াও বেনাপোলের আইন শৃঙ্খলা সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকরা। এ সময় একতা প্রেসক্লাব বেনাপোলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাহিদুল ইসলাম শাহীন বলেন, আমরা মফস্বল সাংবাদিকরা অনেক বাঁধা বিপত্তি থাকা সত্ত্বেও আমরা সমাজের কথা, রাষ্ট্রের সমস্যার কথা তুলে ধরি অথচ আমরা সাংবাদিকরা বিপদে পড়লে অসচ্ছল ও বৃদ্ধ বয়সে অসহায় জীবন-যাপন করলেও আমাদের কোন কল্যাণ সঞ্চয়-ফান্ড না থাকাতে আমরা কোন সহযোগিতা পাই না। তাই আপনার নিকট আবেদন, আপনি সরকার প্রধানের মাধ্যমে আমাদের কল্যাণ ফান্ড এর সহযোগিতা প্রদানের ব্যবস্থা করিবেন।