• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

সুখের আশায় সিলেট এলেও দুঃখ পিছু ছাড়েনি ময়নার


প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২২, ১২:০৬ অপরাহ্ন / ১০৭
সুখের আশায় সিলেট এলেও দুঃখ পিছু ছাড়েনি ময়নার

নিজস্ব প্রতিবেদক: স্বামী ছেড়ে গেছেন অনেক বছর আগে। এরপর গ্রামে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। কিন্তু তাতে অভাব ঘোচেনি। ১০ বছর আগে সিলেট শহরে চলে আসেন ময়না বেগম (৩৬)। এরপর এই শহরেই থিতু হয়েছেন। টাকার অভাবে মেয়েকে পড়াতে পারেননি। সেই মেয়ের বয়স এখন ১৮ ছুঁই ছুঁই। কী ভাবে মেয়ের বিয়ে দেবেন, সে চিন্তায় ঘুম আসে না ময়নার।ময়না বেগম বলেন, মেয়েকে সেলাইয়ের কাজ শিখিয়ে ছিলেন। টাকার অভাবে একটা সেলাই মেশিন কিনে দিতে পারছেন না। একটা সেলাই মেশিন কিনে দিতে পারলে পরিবারে আয় বাড়ত। সেটা না হওয়ায় এখন শুধু তাঁর আয়েই তিনজনের সংসার চলছে কোনোরকমে। সুখের আশায় সিলেটে এলেও দুঃখ দূর হয়নি বলে জানালেন ময়না।

সিলেট শহরে আসার পর এখানেই ফুটপাতে চায়ের দোকান চালু করেন ময়না। সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত একটানা তিনি দোকান চালু রাখেন। এখানকার ২৩ ব্যবসায়ীর মধ্যে একমাত্র তিনিই নারী ব্যবসায়ী। প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টাকা আয় হয় তাঁর। তা দিয়েই ময়না ঘরভাড়া, বৈদ্যুতিক বিল, ছোট ছেলের পড়াশোনার ব্যয় ও খাবারের খরচ মেটান।

ময়না বলেন, ২০০৪ সালে তাঁর বিয়ে হয়। সংসারে এক মেয়ে ও এক ছেলে তাঁর। স্বামী তাঁকে ছেড়ে নতুন সংসার পাতলে তিনি একাই সন্তানদের বড় করছেন। ছেলে দ্বিতীয় শ্রেণিতে পড়ছে। পড়াশোনা শেষ করে কাজ করে ছেলে তাঁর দুঃখ দূর করবে, সেই আশায় আছেন ময়না।

ময়না বললেন, বাজার ভালা অইলে কিছু বেচাবিক্রি হয়। বিক্রি না হইলে ঋণ কইরা টাইনাটুইনা চলা লাগে। আয়-রুজি এখন আগের মতো নাই, কুনুসুরত পেট চলে আমরার। আগের চেয়ে বেচাকেনা অর্ধেকে নাইমা গেছে। ভাবছিলাম, মেয়েরে বিয়া দিয়া দিমু। পয়সার অভাবে এই চিন্তা মাথাত-ই আনতাম পারতাছি না। আর, যেদিন রুজি একটু ভালা হয়, সেদিন মাছ, মাংস একটু কিইনা খাই। নইলে প্রায়দিনই আমরা ডাইল-ভাত খাই।

ময়নার আসল নাম মনোয়ারা বেগম। তাঁর বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কুড়িয়াটিয়া গ্রামে। ময়না বলেন, ইদানীং তিনি ভারী কাজ খুব একটা করতে পারেন না। কিডনিসহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন। টাকার অভাবে চিকিৎসাও ঠিকমতো করাতে পারছেন না। কিছুদিন আগে পরিচিত একজনের কাছ থেকে ১০ হাজার টাকা ঋণ করে চিকিৎসক দেখিয়েছেন। সে টাকা এখন কীভাবে শোধ করবেন, সেটা ভেবেও কূলকিনারা পাচ্ছেন না। তিনি সুনামগঞ্জের ভোটার। তাই সিলেটের কাউন্সিলর কোনো সহযোগিতাও করেন না। বন্যার সময় তাঁর ভাড়া করা ঘরে বুকসমান পানি ছিল। তবে নগরের ভোটার না হওয়ায় তিনি ত্রাণ সুবিধা পাননি।

ময়না বললেন, কাভার্ড ভ্যান ভাড়া করি দোকান চালাই। ৪০ হাজার টাকা হইলে একটা ভ্যান নিজেই কিনতে পারতাম। এইটা হইলে প্রতিদিন ভ্যানভাড়া ২০০ টাকা বাঁচি যাইত। টানাটানির সংসারে টাকাও জমাইতাম পারতাছি না।