• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

সাতক্ষীরার তালায় খলিষখালি ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার


প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৩, ১১:১৩ অপরাহ্ন / ৮৩
সাতক্ষীরার তালায় খলিষখালি ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার

মোঃ সাজ্জাদ হোসেন, তালা, সাতক্ষীরাঃ সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা থানার ৯ নম্বর খলিশখালী ইউনিয়ন’ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৭মার্চ) বিকালে ৯ নং খলিশখালী ইউনিয়নের দক্ষিণপাড়া মাদ্রাসা মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়। খলিষখালি ইউনিয়ন বিট পুলিশিং’র আয়েজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও( তালা-পাটকেলঘাটা) সার্কেল মোঃ সাজ্জাদ হোসেন। বক্তব্যে তিনি, মানব পাচার, নাশকতা, মাদক ব্যবসা, চোরাচালান, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ জমি জায়গা জোর পূর্বে দখল সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের সম্মুখিন করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি পুলিশ সদস্যদের জনগনের সহযোগীতা নিয়ে এলাকায় আইন শৃংখলা সম্মুন্নত রাখতে এক সাথে কাজ করার আহবান জানান।

আরো উপস্থিত ছিলেন এসিল্যান্ড মোঃ রুহুল কুদ্দুস তিনি বলেন জোর পূর্বে কেউকার জমি খেতে পারবে না যারা লেগাল কাগজপত্র থাকবে তারাই এই জায়গা দখল করে থাকতে পারবে কিন্তু অবৈধভাবে কেউ গায়ে জোরে সরকারি ঘস জমি দখল দিয়ে রাখতে পারবে
না যদি জোর পূর্বে রাখার চেষ্টা করে তাকে আইনের আওতায় আনা হবে।

৯নং খলিষখালি ইউনিয়ন পুলিশিং কমিটি সমাবেশের সভাপতিত্বে করেন ৯ নং খলিশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা সাব্বির হোসেন উপস্থিত ছিলেন এস আই জাহিদ হাসান খলিষখালী পুলিশ ক্যাম্প টু আয় সি তরিকুল ইসলাম সহ ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ