• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে রেডিও বড়াল বেঁজে ওঠার ৪ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২২, ১১:৫৭ অপরাহ্ন / ৭১
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে রেডিও বড়াল বেঁজে ওঠার ৪ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে রেডিও বড়াল বেঁজে ওঠার ৪ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় রেডিও বড়ালের হলরুমে রেডিও বড়ালের সহকারী ষ্টেশন ইনচার্জ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্রচুয়ালি) বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার লীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাম্মেল হক, জিটি মরিঙ্গার আইটি এ্যাসিস্ট্যান্ট আবু সাঈদ, সহকারী সংবাদ প্রযোজক মিনহাজুল ইসলাম, সহকারী কারিগরি প্রযোজক মৌসুমী দাস ও সহকারী অনুষ্ঠান প্রযোজক নাসিম রাজ সহ সম্প্রচার কর্মীরা।

উল্লেখ্য, প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নকল্পে রাজশাহীর স্বেচ্ছাসেবী বহুমূখী মহিলা সমাজ কল্যাণ সমিতির হাত ধরে ২০১২ সালে শুরু হয়েছিল রেডিও বড়ালের পথচলা। এরপর দীর্ঘ ৬ বছরের প্রচেষ্টার ফলস্বরূপ সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রমে এবং নিবেদিত প্রাণ একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীর সীমাহীন আন্তরিকতায় ২০১৮ সালের ২৭ ডিসেম্বর তৃণমূলের প্রতিধ্বনি নিয়ে প্রথমবার বেজে উঠেছিল রেডিও বড়াল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব মো: শাহরিয়ার আলম এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আড়ানী মনোমহিনী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই বিজয়ের মাসে সম্প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অতিবাহিত হলো রেডিও বড়ালের বেঁজে ওঠার ৪ বছর।এই স্বল্প সময়ে রেডিও বড়ালের ঝুলিতে জমা হয়েছে প্রায় ১১৫ টি শ্রোতা সংঘ। তথ্যভিত্তিক বিনোদন-মূলক অনুষ্ঠান, কৃষি তথ্য ও আবহাওয়ার পূর্বাভাস, স্থানীয় সংবাদ, পুরানো দিনের গান এবং শিশুতােষ বিভিন্ন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে রেডিও বড়াল জায়গা করে নিয়েছ বিপুল পরিমাণ শ্রোতাদের মন।

অনুষ্ঠানের শুরুতে কেক কাটার মধ্য দিয়ে রেডিও বড়ালের বেঁজে ওঠার ৪ বছর পর্তি উদ্বোধন করা হয়।