• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন

রাজধানীতে বিধিনিষেধের সপ্তম দিনে অবাধে চলছে রিকশা ও ব্যক্তিগত গাড়ি


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২১, ৩:৪৬ অপরাহ্ন / ১৭৬
রাজধানীতে বিধিনিষেধের সপ্তম দিনে অবাধে চলছে রিকশা ও ব্যক্তিগত গাড়ি

বিশেষ প্রতিনিধিঃ রাজধানীতে বিধিনিষেধের সপ্তম দিনে অবাধে চলছে রিকশা ও ব্যক্তিগত গাড়ি। মহামারি নিয়ন্ত্রনে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের সপ্তমতম দিন আজ। এদিন রাজধানীর সড়কে ব্যক্তিগত গাড়ি ও সাধারণ মানুষের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। সকাল থেকেই কয়েকশো ব্যক্তিগত পরিবহন এবং মোটরসাইকেলকে জরিমানা করেছে ডিএমপি পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান থাকলেও বেশির ভাগ হেঁটেই ঢাকায় প্রবেশ করছে। এছাড়া ব্যক্তিগত গাড়িতে করেও ঢাকায় প্রবেশ ও বের হচ্ছে সাধারণ মানুষ। বিধিনিষেধ সড়কে ভাড়ায় চালিত মোটরসাইকেল সংখ্যা বেড়েছে। এক স্থান থেকে অন্য স্থানে যেতে গুণতে হচ্ছে কয়েকগুণ বাড়তি ভাড়া।

পুলিশ বলছে, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গতকাল বুধবার ৫৬২ গ্রেপ্তার ও জরিমানা করা হয়। ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে জরিমানার হার বাড়ানো হয়েছে। যাতে এটা দেখে অন্যরা কোনো ঠুনকো কারণে ঘরের বাইরে বের না হয়।’

এদিকে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসটির শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। কড়া লকডাউনেও নিয়ন্ত্রনে আসছে না প্রাণঘাতি এউ করোনা ভাইরাস।