• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন

যশোরের শার্শায় কায়বা ইউনিয়ানে করোনা প্রতিরোধ কমিটির উদ্যোগে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২১, ৮:০০ অপরাহ্ন / ১৭৬
যশোরের শার্শায় কায়বা ইউনিয়ানে করোনা প্রতিরোধ কমিটির উদ্যোগে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে

সোহাগ হোসেন শার্শা (যশোর) প্রতিনিধিঃ শার্শার কায়বা ইউনিয়নে মরণঘাতি করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ৭ নম্বর কায়বা ইউনিয়নের করোনা প্রতিরোধ কমিটির আয়োজনে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১২জুলাই) রাঘরপুর, চালিতাবাড়ীয়া , দীঘা, মহিষা ও রাড়ীপুকুর গ্রামের পল্লী চিকিৎসকদের নিয়ে জরুরী আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কায়বা ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাসান ফিরোজ আহমেদ টিংকু।

তিনি পল্লী চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন। গ্রামের মানুষের ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি হলে প্রথমে পল্লী চিকিৎসকের দ্বারস্থ হন। এবং পল্লী চিকিৎসকরা গ্রামের মানুষের প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন।
এজন্য সচেতনতার কোন বিকল্প নেই। প্রত্যেকে সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাক্স ব্যবহার করতে মানুষকে উৎসাহিত করুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়নের অন্যান্য
ইউপি সদস্য ও ট্যাগ অফিসার এ কে এম নুরুজ্জামান।