• ঢাকা
  • বুধবার, ০১ মে ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

যশোরের শার্শায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৩, ৯:৪৬ অপরাহ্ন / ৫৬
যশোরের শার্শায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য চাষে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শার্শার সেতাই রহমান ফিশারিজ এর মৎস্য খামারে এ অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।

রহমান ফিশারিজের সত্বাধিকারী ও সফল মৎস্য চাষী কামরুজ্জামান টুটুলের সভাপতিত্বে ২০২২-২৩ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ- ২ প্রজেক্ট এর অধীনে (এনএটিপি-২) মৎস অধিদপ্তর এর আওতায় এ অভিজ্ঞতা ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সহকারী পরিচালক (মৎস্য বিভাগ) রাজ কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা এইসএম বদুরুজ্জামান,শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান,নড়াইল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ইনামুল হক,গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান, ইউপি সদস্য মতিয়ার রহমান,সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন ও সেতাই এসিআই ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল জলিল।

এ ছাড়াও অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় নড়াইলের কালিয়া উপজেলা থেকে সুভলভোগী ৪০ জন মৎস্য চাষী অংশগ্রহণ করেন। স্থানীয় মৎস্যচাষীরাও এ কর্মশালায় অশ নেন।

কর্মশালায় রহমান ফিশারিজের সত্বাধিকারী ও সফল মৎস্য চাষী কামরুজ্জামান টুটুল জানান,তার ৭.৬ একর মৎস্য খামারে এলাকার ৪০ জন বেকার যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করা হয়েছে।৷ উল্লেখ্য রহমান ফিশারিজ এর সত্বাধীকারি কামরুজ্জামান টুটুল এ বছর জাতীয় মৎস্য পুরুষ্কার ২০২৩ পাওয়ার জন্য সুপারিশ প্রাপ্ত রয়েছেন।