• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন

যশোরের শার্শায় এসএসসি – ৯৭ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৩, ৫:৩৬ অপরাহ্ন / ৮৪
যশোরের শার্শায় এসএসসি – ৯৭ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খোরশেদ আলমঃ যশোরের শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি – ৯৭ ব্যাচ বন্ধুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায়, এসএসসি ৯৭- ব্যাচের বন্ধুদের সমন্বয়ে এক জাককমকপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে, এসএসসি ব্যাচ -৯৭ (১৯৯৭ সাল) এর সকল বন্ধুদের সমন্বয়ে এদিন এক জাককমকপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

২৮ রমজান ১৪৪৪ হিঃ, ২০ এপ্রিল ২০২৩ ইং বৃহস্পতিবারে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ রেজাউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ নাজিম উদ্দিন, মোঃ সাইদুজ্জমান, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ শামসুজ্জামান, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ সহিদুল্লা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বর্তমান সহকারী প্রধান শিক্ষক, এ ইউ এম আমজাদ হোসেন, সহকারী শিক্ষক মো সফিউল্লাহ‌। এছাড়াও শিক্ষক আক্তারুজ্জামান সহ উক্ত স্কুলের অফিস সহকারী অন্যান্য আরো অনেকে উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে শুরুতে প্রাক্তন মরহুম শিক্ষকদের স্বরণে তাদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।এরপর প্রাক্তণ সম্মানিত শিক্ষকদের সম্মানে এসময় সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

৯৭ ব্যাচের আয়োজনের প্রথম কার্যক্রম আনুষ্ঠানিকতা শেষে, সাবেক সম্মানিত শিক্ষকগণ ও সকল বন্ধুদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলের সার্বিক দায়িত্ব নেতৃত্ব পরিচালনায় ছিলেন, উক্ত ব্যাচ বন্ধু কমিটির – মহিতুল হক রুবাই (সভাপতি), মোঃ বদিউজ্জামান খাঁন (সাধারণ সম্পাদক, মোঃ কামরুজ্জামান (কোষাধ্যক্ষ), এছাড়া সাঈদ, আলিমুজ্জামান, ডাঃ সিরাজ, সবুজ, মনোয়ার হোসেন তোতা, আলাউদ্দিন, আলমগীর সহ আরো অনেকে।
এসময় এসএসসি – ৯৭ (১৯৯৭ সাল) ব্যাচের শিক্ষার্থী মোঃ বদিউজ্জামান খাঁন বাবু বলেন, এই ইফতার মাহফিল উপলক্ষে আমরা বন্ধুরা সবাই একত্রিত হতে পেরে খুবই আনন্দিত। ইফতার মাহফিলের দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মাওলানা শহিদুল্লাহ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।