• ঢাকা
  • বুধবার, ০১ মে ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

যশোরের বেনাপোলে পোর্ট থানা পুলিশের অভিযানে ১০ পিচ স্বর্ণের বার উদ্ধার


প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৩, ১১:৩২ অপরাহ্ন / ৫০
যশোরের বেনাপোলে পোর্ট থানা পুলিশের অভিযানে ১০ পিচ স্বর্ণের বার উদ্ধার

আজিজুল ইসলাম,যশোরঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ পিচ (১ কেজি ১শ ৬০ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করা করেছে পুলিশ। তবে, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ পাচারকারী পালিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী গ্রাম সাদিপুর ব্রীজের উপর এ চালানটি উদ্ধার করে পোর্ট থানা পুলিশ।

নাভারন সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান বলেন, স্বর্ণ পাচারকারীরা সাদিপুর সীমান্ত দিয়ে ভারতের স্বর্ণ পাচার করবে , এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালালে স্বর্ণ পাচারকারীরা পালিয়ে যায় ৷ পরে অজ্ঞাতনামা আসামীদের ফেলে যাওয়া ১০ পিচ স্বর্ণেরবার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি টাকা ৷ স্বর্ণ পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান৷