• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন

মেহেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৩, ১১:১১ অপরাহ্ন / ৭০
মেহেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এস আই বাবু, মেহেরপুরঃ ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বারাদীতে রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে । দিনের শুরুতেই বারাদী ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে। পরে নেতাকর্মীরা বারাদী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌস, বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ নেতৃবৃন্দ।

মেহেরপুর বীজ উৎপাদন খামার, বিএডিসি, বারাদী অফিস কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অফিস প্রাঙ্গণ থেকে র‍্যালী বের হয়ে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে। এ সময় উপস্থিত ছিলেন খামারের উপ সহঃ পরিচালক ডিএম হুমায়ুন কবির, গুদামরক্ষক মানিক মিয়াসহ কর্মচারী ও শ্রমিকবৃন্দ। মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বর্শিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ও মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। ভাষা শহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত, পদযাত্রা, র‍্যালী, আলোচনাসভা ও শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

অপর দিকে, মেহেরপুরে নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর মেহেরপুরের উঠান বাড়ি রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়। সংগঠনের মেহেরপুর জেলা এম্বাসেডর তাহসিন আহমেদ রাব্বি’র সভাপতিত্বে অতিথি ছিলেন মোঃ আমির হোসেন ইন্সট্রাক্টর টিটিসি, মোঃ সাজিবুল ইসলাম ইন্সট্রাক্টর টিটিসি, সুলতানা রহমান, সাদি আদনান জিদান, সুমাইয়া পারভিন, হাসিব আল মাহমুদ, সাইফুল ইসলাম বাবুসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।