• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশ পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১১ সাংবাদিক


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২১, ২:২০ পূর্বাহ্ন / ১৮৩
বাংলাদেশ পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১১ সাংবাদিক

বিশেষ প্রতিনিধিঃ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের ১১জন সাংবাদিক। ২০২১ সালের পরিবার পরিকল্পনা, মা, শিশু ও নবজাতক স্বাস্থ্য এবং জনসংখ্যা ইস্যু বিষয়ক লেখালেখির জন্য প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইনের এই ১১ জন সাংবাদিককে এবার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। পুরস্কার প্রাপ্তদের প্রত্যেকে নগদ পঞ্চাশ হাজার টাকা করে পাবেন বলে জানানো হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত হলেন, দৈনিক যুগান্তরের সাব-এডিটর রিতা ভৌমিক, দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল (হাসান সোহেল), দৈনিক সমকালের সাজিদা ইসলাম পারুল, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার রহিম শেখ, ডেইলি স্টারের নিলিমা জাহান, দৈনিক বাংলাদেশ সময়ের কুমিল্লা প্রতিনিধি ইয়াসমিন রীমা এবং ডেইলি ময়নামতির মো. ইমদাদ উল্লাহ। ইলেকট্রনিক মিডিয়া পুরষ্কার পেয়েছেন চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার জিনিয়া কবির সূচনা, ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার তাহসিনা সাদেক জেসি, বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার জিয়াউল হক সবুজ ও রেডিও টুডে’র সাখাওয়াত সুমন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কর্মী ও সেবা দানকারী প্রতিষ্ঠানকেও পুরস্কার দেওয়া হয়।