• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

বঙ্গমাতার জন্মদিনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা


প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২১, ২:০৫ অপরাহ্ন / ২৪৫
বঙ্গমাতার জন্মদিনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা

মনিরুজ্জামান অপূর্ব:বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটি।

রোববার (৮ আগস্ট) বনানী কবরস্থানে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা আবৃতি বিষয়ক সম্পাদক আবৃত্তিকার মুনা চৌধুরী জোটের অন্যতম নেতা ডক্টর লায়ন মিজানুর রহমান দপ্তর সম্পাদক জয়দেব রায় রাজ সরকারসহ জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালির লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী আজ। এই মহিয়সী নারী ১৯৩০ সালের এই দিনে ফরিদপুরের তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।

শেখ মুজিবুর রহমান দীর্ঘ আপসহীন লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ধীরে ধীরে শুধুমাত্র বাঙালি জাতির পিতাই হননি, বিশ্ব বরেণ্য রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারই সহধর্মিণী, মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব