• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:১০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত টুঙ্গিপাড়ার শিক্ষক মিল্টন তালুকদার


প্রকাশের সময় : জুন ২৬, ২০২২, ৮:৩০ অপরাহ্ন / ১১৬
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত টুঙ্গিপাড়ার শিক্ষক মিল্টন তালুকদার

গোপালগঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাইলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিল্টন তালুকদার। গত শুক্রবার (২৪ জুন) বিকালে ভ্যানগাড়ি যোগে বোনের বাড়িতে যাওয়ার পথে পূর্বশত্রুতার জেরে গোপালপুর এলাকার কতিপয় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। শিক্ষকের ওপর হামলার এ খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা হাসপাতালে তার নিকট গেলে তিনি ও তার স্বজনেরা তার সাথে ওই দিন ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় আহত শিক্ষক বলেন হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামের চিহ্নিত দাঙ্গাবাজ, পরধনে লোভী চাঁন মিয়া (রবি) বিশ্বাসের তিন ছেলে দুলাল বিশ্বাস (৫০), কিবরিয়া বিশ্বাস ( ৪০), ও রসুল বিশ্বাস (৩৫) সম্মিলিতভাবে আমাকে বেধড়ক পেটানোর পর আমি জ্ঞান হারিয়ে ফেললে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মুখে তারা বিষাক্ত কেমিক্যাল ঢেলে চলে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং সেখানে অবস্থার অবনতি দেখা দিলে আমাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। বিষাক্ত কেমিক্যালের প্রভাবে আমার সমস্ত শরীর, মুখমন্ডল, ঠোঁট ও জিহবায় ক্ষত দেখা দিয়েছে। আমি আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ চেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।