• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

পদ্মা নদীতে স্পীড বোট মুখোমুখি সংঘর্ষে হতাহত ২ 


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৩, ১২:১৬ পূর্বাহ্ন / ৬৩
পদ্মা নদীতে স্পীড বোট মুখোমুখি সংঘর্ষে হতাহত ২ 

নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ ঢাকা জেলার দোহারের পদ্মা নদীতে ঘণ কুয়াশায় দুই স্পীড বোটের মুখোমুখি সংঘর্ষে সুকুমার হালদার (৬৫) নামের ব্যক্তির মুত্যু হয়েছে। রোববার সকাল ৮ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুকুমার হালদার ফরিদপুরের কোতয়ালী থানার গাহু লক্ষীপুর এলাকার শিরিশ হালদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে ফরিদপুর থেকে দোহারের নূরুল্লাহপুরের ঐতিহ্যবাহী মেলা দেখতে আসেন নিহত সুকুমার হালদার। সারারাত মেলা উপভোগ করে রোববার আনুমানিক সকাল ১০টার দিকে উপজেলার মৈনটঘাট থেকে স্পীড বোটে পদ্মা পাড়ি দিচ্ছিলেন। স্পীড বোট দোহার ও ফরিদপুরের বর্ডার ঝাউকান্দা পৌছাঁলে সেখানে ঘণ কুয়াশার মধ্যে পরে। এ সময় অপরদিকে থেকে আসা একটি স্পীড বোটের সাথে মুখোমুখি সংঘর্ষে স্পীড বোট উল্টে গিয়ে সবাই পানিতে ডুবে যায়।

এ সময় পাশেই থাকা অপর একটি স্পীড বোট ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। সংঘর্ষে গুরুত্বর আহত অবস্থায় মো. মতিউর রহমান ও সুকুমার হালদারকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুকুমার হালদারকে মৃত বলে ঘোষণা করেন। আহত মো. মতিউর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

স্পীড বোটে থাকা কবির হোসেন বলেন, নূরুল্লাপুরের মেলা দেখতে এসেছিলাম। বাড়িতে ফেরার পথে পদ্মা নদীতে ঘন কুয়াশা থাকায় কিছু দেখা যাচ্ছিল না। এমন সময় অপরদিক থেকে আসা একটি স্পীড বোটের সাথে ধাক্কা লেগে আমাদের বোট উল্টে গিয়ে এমন ঘটনা ঘটে। খবর পেয়ে দোহার থানার কুতুবপুর নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে সবাইকে উদ্ধার করে নিরাপদ স্থানে সড়িয়ে নেন।

দোহার থানার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার জানান, দোহারে মৈনট ঘাট থেকে ছেড়ে যাওয়া ও ফরিদপুর থেকে আসা স্পীড বোটের সংঘর্ষ হয়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থালে পৌঁছে সবাইকে উদ্ধার করি। আহত দুইজনকে হাসপাতালে নিয়ে এলে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং আরেকজনের অবস্থা আশংঙ্কাজনক হওয়া তাকে ঢাকা পাঠানো হয়।

দোহার থানার কুতুবপুরের নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে কুতুবপুরের নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে প্রায় ১৫ জন যাত্রী ছিলো তাদের সবাইকে উদ্ধার করে নিরাপদ স্থানে সড়িয়ে নেওয়া হয়। নিহত সুকুমার হালদারের লাশ তার এলাকার কবির হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।