• ঢাকা
  • বুধবার, ০১ মে ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন

ঢাকার সাভারে জমির ধান নষ্ট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা


প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৩, ৩:৫৪ অপরাহ্ন / ৭৯
ঢাকার সাভারে জমির ধান নষ্ট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা

মো. মাইনুল ইসলাম, সাভার, ঢাকাঃ ঢাকা জেলার সাভার উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় পূর্ব শক্রতার জের ধরে শনিবার রাতের অন্ধকারে জমিতে বালু ভরাট করার কাজে ব্যবহৃত পাইপ কেটে ফেলেন দুর্বৃত্তরা।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসী বলছে পাইপের সাথে শক্রতাকারীদের কঠোর শাস্তি দাবি করছি।

এলাকাবাসীর তথ্য মতে, সাভারের পোড়াবাড়ি এলাকার কয়েকজন যুবক জামসিং টেউটি এলাকায় জমি ক্রয় করেন বেশ কিছু দিন আগে এবং পরে সেই জমির উন্নয়ন কাজের জন্য পাশ্ববর্তী বংশী নদী থেকে বলগেড থেকে পাইপের মাধ্যমে বালু কিনে ভরাটের কাজ শুরু করেন।

শনিবার ভোররাতে একদল দুর্বৃত্তরা পূর্ব শক্রতার জের ধরে বালু ভরাটের পাইপ গুলোর অধিকাংশ কেটে ফেলেন ও জমিতে রোপনকৃত ধান নষ্ট করে পালিয়ে যায়। পরে সকালে খবর পেয়ে জমির মালিকেরা পাইপ গুলো কাটা দেখে কান্নায় খেঙে পড়েন। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় প্রায় সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী জমির মালিকেরা।

উক্ত ঘটনায় জমির মালিক বাকী বিল্লাহ সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।