• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবিতে বিষ প্রয়োগে ২৫ লক্ষাধীক টাকার মাছ নিধন


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২২, ১০:১২ অপরাহ্ন / ১০১
জয়পুরহাটের পাঁচবিবিতে বিষ প্রয়োগে ২৫ লক্ষাধীক টাকার মাছ নিধন

জুয়েল শেখ, জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের দহতপুর এলাকার দুটি পুকুরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় বিষ প্রয়োগে প্রায় ২৫ লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে দুস্কৃতিকারীরা।

পাঁচবিবি থানায় অভিযোগ সূত্রে জানা যায় প্রায় এক বছর পূর্বে উপজেলার ধুরইল গ্রামের ইলিয়াছ হোসেন দহতপুর গ্রামের প্রায় চার বিঘার দুটি পুকুর লিজ নেন। প্রায় ১১লক্ষ টাকার শিং গোলশা(টেংরা) ও বাংলা প্রজাতীর মাছ ছাড়েন বর্তমানে মাছের বিক্রয় মূল্য ২৫ লক্ষাধিক টাকারও বেশী।
রাতের কোন এক সময় কে বা কারা শত্রুতার মূলক বিষ প্রয়োগ করে বুধবার সকালে মাছের খাবার দিতে গিয়ে মাছ ভাসতে দেখে তিনি স্থানীয় কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডলকে জানান ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে অপরাধীকে গ্রেফতার করা হবে।