• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

গোপালগঞ্জে উৎসব মুখর পরিবেশে আইডিইবি’র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে


প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২২, ৯:১৪ পূর্বাহ্ন / ৬০
গোপালগঞ্জে উৎসব মুখর পরিবেশে আইডিইবি’র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রি-বার্ষিক (২০২৩–২০২৫) নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত দেশব্যাপী শুরু হয়েছে।

একেএমএ হামিদ – মো. শামসুর রহমান প্যানেলের বিপরীতে বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মল্লিক – খন্দকার মাঈনুর রহমান প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছেন বলে জানা গেছে।

নির্বাচনের ধারাবাহিকতায় গোপালগঞ্জেও ভোট গ্রহণ শুরু হয়েছে। গোপালগঞ্জ হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিপরীতে এ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি সরেজমিনে ভোটকেন্দ্র ঘুরে জানান, সকালে শীতের তীব্রতা বেশি থাকায় ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আইডিইবি’র নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সদস্যদেরকে নিয়োজিত রাখতে দেখা গেছে।

এ বিষয়ে আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সওজ গোপালগঞ্জ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুল হামিদ খান নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শুরু হওয়ায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্তোষ প্রকাশ করেন। এসময় আইডিইবি এর গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী বি এম ইছানুল কবীর সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং ভোটারগণ উপস্থিত ছিলেন।